দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরীর মহড়া, উত্তেজিত চীন
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিন চীন সাগর আবার উত্তপ্ত হয়ে উঠছে। ডুনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই চীন-মার্কিন উত্তেজনা উত্তর উত্তর বৃ্দ্বি পাচ্ছে। শনিবার দক্ষিণ চীন সাগরে মার্কিন এয়ারক্রাফ্ট কেরিয়ার ইউএসএস কার্ল ভিনসনের মহড়া নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। কার্ল ভিনসন ছাড়া আরও বেশ কয়েকটি মার্কিন রণতরী এই মহড়ায় অংশ নিয়েছে বলে জানা যায়। চীনের নাকের ডগায় এ মহড়া চীন কিছুতেই হজম করতে পারছে না।
দক্ষিণ চীন সাগরে যাতে চিনের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেজন্য গত বুধবারই চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। চীনের সেই হুশিয়ারী অগ্রাহ্য করে আমেরিকা দক্ষিন চীন সাগরে মহড়া করে চীনকে আরো উত্তেজিত করে তুলেছে। এই অঞ্চলে বেজিংকে আধিপত্য কায়েম করতে দেবে না এই মহড়া থেকেই সেটা স্পষ্ট। উল্লেখ্য, শুক্রবারই দক্ষিণ চিন সাগরে নিজের মহড়া শেষ করেছিল চীন। বিশেষজ্ঞরা মনে করছেন তার পাল্টা দিতেই আমেরিকার এই মহড়া।