বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের জাফর আলী বিজয়ী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ জাফর আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি সতন্ত্রপ্রার্থী প্রার্থী আজিজুর রহমান আজিজ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট। আর বিএনপির প্রার্থী ওমর আলী ধানের শীষ প্রতীক নিয়ে পান ১ হাজার ৭৯৮ ভোট।
এর আগে নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীন অনুষ্ঠিত প্রথম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই পৌর নির্বাচনে সকাল আটটা থেকে পৌর এলাকার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এ নির্বাচনেও নারী ভোটারের উপস্থিতি অনেকবেশী ছিলো। শান্তিপূর্ভাবে নির্বাচন সম্পূর্ন হওয়াতে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলেই স্নতুষ্টি প্রকাশ করেছেন।