পাকিস্তানের মাজারে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০০ জংগী নিহত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুফি দরগায় ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ২৪ ঘন্টার মধ্যে জঙ্গিদমনে বড়সড় সাফল্য পেল পাকিস্তান সরকার। পাকিস্তানের নিরাপত্তারক্ষীবাহিনী প্রায় ১০০ জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানা যায়। বৃহস্পতিবার ৮০ জন নিরীহ মানুষ সিন্ধু প্রদেশে বিখ্যাত লাল শাহবাজ কলন্দর দরগায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারান। জঙ্গি হামলার হিসাবে এখন পর্যন্ত এই বিস্ফোরণকেই সবচেয়ে ভয়াবহ বলে চিহ্নিত করেছে দেশটির প্রসাশন। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

Blast in Dorgah

এই ঘটনার পরপরই দেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া হুঁশিয়ারি দেন, দেশবাসীর প্রত্যেক রক্তবিন্দুর বদলা নেবে সেনাবাহিনী। সরকার জঙ্গিদের এরকম বাড়াবাড়ি সহ্য করবে না।তারপরই শুক্রবার সেনাবাহিনী পাক-আফগান সীমান্তে খাইবার অঞ্চলে জঙ্গিঘাঁটিগুলি খুঁজে খুঁজে অভিযান চালায়। দেশটির সেনাবাহিনী দাবি করেছে প্রায় ১০০ জন জঙ্গি এই অপারেশনে নিহত হয়েছে। আরও ৪৬ জনের সন্ধান চালানো হচ্ছে।

আধা্সামরিক বাহিনী সিন্ধ রেঞ্জার্স শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ১৮ জঙ্গিকে হত্যা করার দাবি করেছ। এদিকে শেহওয়ান থেকে ফেরার পথে মহাসড়কের পাশে সাতজনকে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। এছাড়াও খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন , ওরাকজাই অঞ্চলে ৪ জন আর ১১ জন করাচিতে নিহত হয়েছে বলে জানা গেছে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর গ্রেনেড উদ্ধার হয়েছে। উল্লেখ্য ১৩ ফেব্রুয়ারি থেকে আটটি সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। আর এবারই পাকিস্তান সরকার সন্ত্রাসী হামলার কড়া জবাব দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *