সাগরতলে ডুবে আছে জিলান্ডিয়া মহাদেশ

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

নিউজিল্যান্ডের ঠিক নিচে একটি মহাদেশ লুকিয়ে আছে। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে পানিতে তলিয়ে যাওয়া এই মহাদেশটির নাম দেয়া হয়েছে জিলান্ডিয়া। নিউজিল্যান্ড ও ইন্ডিয়া এই দুই মিলে নাম দেওয়া হয়েছে জিলান্ডিয়া। এটির আকার প্রায় ভারতীয় উপমহাদেশের সমান।

Zeelandia

বিজ্ঞানীরা বলছেন, নিউজিল্যান্ড আসলে এই মহাদেশের জেগে থাকা অংশ। বলা যেতে পারে এই মহাদেশের পবর্তচূড়া। বিজ্ঞানীরা এখন তাদের এই নবআবিস্কৃত তলিয়ে যাওয়া ভূখন্ডের জন্য মহাদেশের স্বীকৃতি আদায়ে চেষ্টা করছেন। ‘জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা’য় প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘জিলান্ডিয়া’র আয়তন পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এবং এটি পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশের সমান।

Earth

এই মহাদেশের প্রায় ৯৪ শতাংশই তলিয়ে আছে সাগরের পানিতে। মাত্র অল্প কিছু অঞ্চল পানির ওপর মাথা তুলে আছে। তার মধ্যে নিউজিল্যান্ডের নর্থ এবং সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া। বিজ্ঞানীরা দাবি করছেন একটি মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার জিলান্ডিয়া তার সবকটিই পূরণ করেছে।

আমরা হয়ত একদিন দেখবো ভুগোলের পাঠ্য বইতে জিলান্ডিয়া মহাদেশের নাম। তবে তার জন্য হয়ত অপেক্ষায় থাকতে হবে আরও অনেকদিন। কারণ মহাদেশের স্বীকৃতি দেয়ার জন্য কোন আন্তর্জাতিক ফোরাম নেই। কেবল বেশিরভাগ বিজ্ঞানী যদি মেনে নেন যে জিলান্ডিয়া আরেকটি মহাদেশ, তাহলে হয়তো কোন একদিন আমরা শিখবো পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা আটটি। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *