শুল্ক ফাকি-বিশ্বব্যাংকের ১৬টি গাড়ীসহ কাগজপত্র তলব

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশ্বব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শুল্কমুক্ত গাড়ী সুবিধার অপব্যবহারের অভিযোগ করেছে। এসব কর্মকর্তা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করেছেন। কিন্তু দায়িত্ব পালন শেষে গাড়ির পাশ বই ফেরত দেননি বলে জানিয়েছে শুল্ক বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ অভিযোগে ১৬টি গাড়ি ব্যবহারকারীর পাশবই তলব করেছে। এসব গাড়ির বর্তমানে কোথায় আছে ও ওই সময়ে এসব গাড়ী ব্যবহারকারী কর্মকর্তার বর্তমান  কর্মস্থল কোথায় তার তথ্যও চাওয়া হয়েছে।

worldbank1

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান ঢাকায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বরাবর চিঠি দিয়ে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে বলেছেন। চিঠিতে এসব গাড়ির বিস্তারিত তথ্য, ব্যবহারকারীর ব্যক্তিগত ও ব্যাংক হিসাবের তথ্য, বর্তমান কর্মস্থল, গাড়ির পাশবুকসহ প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে গতকাল বুধবার ওই নোটিস পাঠানো হয়েছে।

বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে ব্যবহার করতে পারেন। কিন্তু দায়িত্ব পালন শেষে বিদ্যমান আইন অনুযায়ী ওই গাড়ি সম্পর্কে এনবিআরকে জানাতে হয়। গাড়ির পাশবই জমা দিতে হয়। বিক্রি করতে চাইলে শুল্ক বিভাগের যথাযথ অনুমতি নিয়ে গাড়ির শুল্ক-কর নির্ধারণ করে তা এনবিআরে পরিশোধ করতে হয়। ড. মইনুল খান বলেন, এর ব্যত্যয় হলে তা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

NBR

ড. মইনুল খান বলেন, আমাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী ১৬টি গাড়ি ব্যবহারকারী বিশ্বব্যাংকের ওই কর্মকর্তারা শুল্ক সুবিধার অপব্যবহার করেছেন। তৃতীয় কোনো পক্ষের কাছে গাড়ি বিক্রি করে দিয়েছেন। এসব গাড়ি বিগত চার-পাঁচ বছর আগে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়েছিল। যারা এগুলো ব্যবহার করেছেন, তারা দেশে নেই বলে জানা গেছে। ব্যবহারকারীরা কবে দেশে এসেছিলেন এবং কবে দেশ ত্যাগ করেছেন এসব তথ্যও জানতে চাওয়া হয়েছে। তদন্তের প্রয়োজন হলে গাড়িগুলো জব্দ করে মামলার প্রক্রিয়া শুরু করা হবে। আর  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে বিদ্যমান শুল্ক আইন অনুযায়ী।

Leave a Reply

Your email address will not be published.