গতকাল বুধবার ভারত একসাথে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপন করেছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ঐতিহাসিক এক সাফল্য অর্জন করেছে। বুধবারই একসঙ্গে ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত।

ISRO_web-3

বুধবার সকাল ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি সি ৩৭৷ এই রকেটের সাহায্যেই মহাকাশে ১০৪টি উপগ্রহ মহাকাশে স্থাপন করেছে ইসরো৷ ১৯৫৭ সালে মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন৷ তারপর থেকে গতকাল বুধবার পর্যন্ত একসঙ্গে সর্বোচ্চ ৩৭টি উপগ্রহ পাঠানো গিয়েছে মহাকাশে৷ সেই রেকর্ডের মালিক ছিল রাশিয়া৷ তূলনামূলক অনেক কম খরচে ভারত বুধবার রাশিয়াকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেল৷

Leave a Reply

Your email address will not be published.