রাজধানীর পুরান ঢাকায় বন্দুকযুদ্ধে ছিনতাই মামলার আসামী সাগর নিহত
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাগর পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসি। তার নাম সাগর ওরফে ঢাকাত সাগর ওরফে সিফাত ওরফে দিপু (৩০)। তাঁতীবাজারের বানর গলিতে সোমবার রাত আড়াইটার দিকে এক বন্দুকযুদ্ধে সে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১১টি মামলা রয়েছে। অপরদিকে সে একজন পেশাদার সিনতাইকারী। ইদানিং রাজধানীতে মোটর সাইকেলে করে গুলি চালিয় যতসব সিনতাইয়ের ঘটনা ঘটেছে তার বেশিরভাগের সঙ্গে সে জড়িত ছিলো বলে জানা যায়। সোমবার রাত আড়াইটার দিকে তাঁতীবাজারের বানর গলিতে তার অবস্থানের খবর পেয়ে টহলরত পুলিশ ছুটে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। গুলি পাল্টা গুলির একপর্যায় সাগর নিহত হন।