ফরাসি স্কি রিসর্টে তুষারধসে মৃত ৪

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ফ্রান্সের টিগনেসে দৃষ্টিনন্দন এক স্কি রিসর্টে মারাত্মক এক বিপর্যয় ঘটে গেল। দক্ষিণ পূর্ব ফ্রান্সের ওই স্কি রিসর্টে ভয়ঙ্কর তুষারধসে প্রাণ হারালেন চার পর্যটক। গাইডসহ নিখোঁজ আরও পাঁচজন। স্কিয়ের জন্য ঘেরা জায়গাটির ঠিক বাইরে পুরো দলটাই তুষারচাপা পড়ে যায়। এই ছুটির মৌশমের ব্যস্ত সময়ে ২,১০০ মিটার উচ্চতায় ৪০০ মিটার এলাকাজুড়ে তুষারধসটি নেমে এল।
এই স্কি রিসর্ট ব্রিটিশ ভ্রমণার্থীদের জন্য অত্যান্ত প্রিয় স্থান। তবে পুলিশ জানাচ্ছে, মৃত চারজনই ফরাসি নাগরিক।
স্কি স্টেশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, স্কি করতে করতে একটি দল অনেক ওপরে উঠে যাওয়ার ফলেই এই আকস্মিক তুষারধস শুরু হয়। নিখোঁজদের উদ্ধারে দু’টি হেলিকপ্টার ছাড়াও স্নিফার ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকারী দলে আছেন ৪০ জন।