প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ‘ময়নামতি’

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
কুমিল্লা, চাদপুর, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা নিয়ে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

জনাব কামাল বলেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগের নামকরন করা হবে না বলেও জানিয়েছেন তিনি। পরিকল্পনামন্ত্রী ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একজন ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পদ্মা সেতুর কাজের গতি কমেছে। সরকার নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছে। বাংলাদেশ শুরু থেকেই বলে আসছিল পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা। ড. ইউনুছকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, একজন ব্যক্তির স্বার্থে আঘাত না লাগলে এতোদিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটত। আজকের এই একনেক সভায় প্রায় ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।