ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার একমাস পূর্ণ হয়নি ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু এর মধ্যেই প্রশাসন থেকে পদত্যাগ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ কিথ কেলেগকে আপাতত ওই পদের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য ইতিপূর্বে মার্কিন কোন প্রেসিডেন্টের দপ্তর থেকে এত তাড়াতাড়ি কোন জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেনি।
মি. ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের আগেই তিনি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে রাশিয়ার রাষ্ট্রদূত সেরগেই কিসলিয়াকের সঙ্গে আলাপে আশ্বাস দিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনার তদন্তে কর্মকর্তাদেরও বিভ্রান্ত করেছিলেন। অভিযোগ ওঠার পর প্রথমে ফ্লিন বলেছিলেন যে, রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে নিষেধাজ্ঞার বিষয়ে তার কোন কথা হয়নি। পরে অবশ্য হোয়াইট হাউজকে তিনি বলেছেন যে, নিষেধাজ্ঞা নিয়ে কথা হতেও পারে।