মালয়েশিয়ার পাঠানো ত্রাণ দিয়ে প্রায় দুই মাস চলবে ৭০ হাজার রোহিঙ্গার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। যে পরিমান ত্রান পাঠিয়েছে তা দিয়ে ৬৫ হাজার রোহিঙ্গার দেড় থেকে দু’মাস খাবারের সংস্থান হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
রোহিঙ্গাদের জন্য ত্রাণ বহনকারী মালয়েশিয়ার জাহাজ আজ দুপুরে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এ ত্রাণ রোহিঙ্গাদের মাঝে বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কোন সংস্থা কতটা ত্রাণ বিতরণ করবে সেটি এখনো নির্ধারন করা হয়নি। ত্রাণের মধ্যে খাদ্যসহ নানা ধরনের সামগ্রী রয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে বিস্কুট, চাল, চিনি, ময়দা এবং ভোজ্য তেল রয়েছে বলে জানা গেছে। খাদ্য সামগ্রী ছাড়াও বাথ টাওয়েল, স্যানিটারি প্যাড, টুথব্রাশ,ডেটল ইত্যাদি রয়েছে। আর এই ত্রান দিয়ে নতুন আসা ৬৫ হাজার রোহিঙ্গার দেড় থেকে ২ মাস চলবে।
ত্রাণ সামগ্রী বুঝে নেবার পর আগামীকাল থেকেই সেগুলো জাহাজ থেকে খালাসের কাজ শুরু হবে এবং ট্রাকে করে কক্সবাজার পাঠিয়ে দেয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই ত্রাণ বহনকারী জাহাজটি এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য জরুরী খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলো। ৫০০ টন ত্রাণ সেখানে নামিয়ে বাকি বাইশ শত টন ত্রাণ বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য বরাদ্ধ ছিলো। কিন্তু মিয়ানমারের রাজধানী রেঙ্গুনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
উল্লেখ্য অক্টোবর মাসে রাখাইন রাজ্যে নতুন করে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর তাদের নির্যাতনে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আর তারও আগে বিগত কয়েক বছর ধরে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।