পাকিস্তানের লাহোরে আত্মঘাতী হামলায় ডিআইজি’সহ নিহত ১০
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সোমবার পাকিস্তানের লাহোরে ঔষধ বিক্রেতাদের এক বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের একজন ডিআইজি’সহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৮ জন।
নিহত অফিসাররা হলেন লাহোরের ট্রাফিক বিভাগের ডিআইজি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আহমাদ মোবিন ও এসএসপি জাহিদ গন্ডাল। এ হামলার কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে ডিআইজি মোবিনকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা কথা বলতে দেখা গিয়েছিল। মোবিন বিক্ষোভের জায়গা খালি করার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে দরকষাকষি করছিলেন বলে জানা যায়। বিক্ষোভে কমপক্ষে ৪০০ জন মানুষ ছিল। তালেবান জঙ্গিগোষ্ঠির একটি অংশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবরঃডন