আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেওয়া যাবে না

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট না নিতে সরকারকে নির্দেশ দিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতেন রিটকারীর পক্ষে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন এবং এনবিআরের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান শুনানি করেন।
এনবিআর ২০১২ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে । ২০১৫ সালে এটি বৃদ্ধি করে সাড়ে ৭ শতাংশ করে। এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ১২ ডিসেম্বর ভ্যাট আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। আপিল বিভাগের আদেশ অনুযায়ী আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত ইংরেজী মাধ্যমের স্কুলগুলি ব্যাট নিতে পারবে না।