আইফেল টাওয়ারকে বুলেটপ্রুফ কাচের দেওয়ালে মুড়ে ফেলা হচ্ছে
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সাম্প্রতিকালে বিভিন্ন সময় সন্ত্রাস হামলায় রক্তাক্ত হয়েছে প্যারিস৷ সে সন্ত্রাসের ছুয়া যাতে আইফেল টাওয়ারে না লাগে তার জন্য ফ্রান্স বিশেষ ব্যবস্থা নিয়েছে৷ আর সেই ব্যবস্থা হিসাবে বুলেটপ্রুফ কাচের দেওয়ালে ঢেকে দেওয়া হবে বিশ্বের এই ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারকে৷
সন্ত্রাসের আঁচড় আইফেল টাওয়ারে লাগুক তা কোনওভাবেই অভিপ্রেত নয়৷ আর তাই এবার সতর্ক হল প্যারিস সরকার৷ টাওয়ারের উত্তর ও দক্ষিণ দিকে দেওয়া হবে কাচের এই দেওয়াল৷ বুলেটপ্রুফ এই দেওয়ালের উচ্চতা হবে আড়াইশ মিটার৷ আর আগেই ঘিরে রাখা হয়েছিল টাওয়ারের পূর্ব ও পশ্চিম দিক৷ এবার তা বদলে ফেলা হচ্ছে অর্নেট ফেন্সিংয়ে৷
পুরো প্রকল্পে খরচ হচ্ছে ২০ মিলিয়ন ইউরো৷ সন্ত্রাস রোখার পাশাপাশি আরও একটি উদ্দেশ্য অবশ্য আছে৷ অনেক পর্যটকই টাওয়ারের সামনে গিয়ে ছবি তুলতে চান৷ সেক্ষেত্রে পর্যটকের ভিড় বাড়লে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে৷ অন্যভাবে আটকালে আবার টাওয়ার দেখা যাবে না৷ আর সে জন্যই কাচের দেয়াল দিয়ে ঢাকা হচ্চে যাতে করে বাহির থেকে দেখা যায়। খবরঃসংবাদ প্রতিদিন