দক্ষিণ চিন সাগরে চিন-মার্কিন যুদ্ধবিমান বিপজ্জনকভাবে মুখোমুখি

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চিন সাগরের পরিস্থিতি। প্রবল সংঘাতের দিকে এগিয়ে চলেছে বিশ্বের দুই পারমাণবিক মহাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। শুক্রবার, মার্কিন প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যে একটি চিনা জঙ্গিবিমান বিপজ্জনকভাবে একটি মার্কিন টহলদার বিমানের কাছাকাছি চলে আসে।

Navy

মার্কিন প্যাসিফিক কমান্ডের মুখপাত্র রবার্ট শুফোর্ড জানান, চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-এর একটি KJ-200 জঙ্গিবিমান, দক্ষিণ চিন সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় টহলরত, মার্কিন নৌবাহিনীর P-3C বিমানের খুব কাছাকাছি চলে আসে। তবে এ নিয়ে বেজিং এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *