নিউজিল্যান্ড উপকূলে একযোগে শত শত তিমির মৃত্যু

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

গত কয়েকদিনে নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে শত শত তিমির মৃত্যুর ঘটনা নিয়ে ব্যপক রহস্যের সৃষ্টি হয়েছে। এখন যত বেশি সম্ভব তিমিকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা। অসংখ্য তিমি উপকুলে পড়ে আছে। ইতিমধ্যেই অনেকগুলি তিমি স্বেচ্চাসেবীরা সাগরে ছেড়ে দিয়েছে।

Wheel

এক সঙ্গে এতো তিমির মৃত্যুর কারণ কি এখনো বের করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করছেন অনেক সময় একযোগে তিমিগুলো তীরের কাছে আসে কিন্তু পানি কমে গেলে আর সরে যাওয়ার সুযোগ না পেয়ে আটকে পড়ে যায়। আবার কেউ কেউ বলছেন কখনো কখনো তিমি উপকূলের কাছে এসে কোন কারণে বিপদগ্রস্ত হলে সংকেত পাঠায়, আর সে সংকেত দেখে বা শুনে অন্য তিমিরা একযোগে এগিয়ে এসে একইভাবে আটকা পড়ে যায়। তবে সত্যি সত্যি কি কারনে এতগুলি তিমির মৃত্যু হল কিংবা তীরে আসল তা রহস্যে হিসাবেই এখন পর্যন্ত রয়ে গেল।

Wheel1

জানা যায় তিমিগুলো বৃহস্পতিবার রাতে তীরে এসে আটকা পড়েছে। আর শুক্রবার সকালে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার উভিযান দেরীতে শুরু করার কারনে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *