হায়দারাবাদ টেস্টে বিশাল সংগ্রহের পথে কোহলীরা

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

হায়দারাবাদ টেস্টে ভারত টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাট করে দিনশেষে তারা তিন উকেট হারিয়ে ৩৫৬ রান করে। মনে হচ্ছে তারা বিরাট সংগ্রহের দিকে এগুচ্ছে। বিজয় ও বিরাট কোহলী ইতিমধ্যে সেঞ্চুরী করেছে।

Taskin

দলীয় ২ রানে তাসকিন আহমেদ ভারতীয় দলে প্রথম আঘাত আনেন। কে এল রাহুলকে আউট করে তিনি বাংলাদেশ শিবিরে আশার আলো জাগান। কিন্ত তারপর ক্রমেই প্রতিপক্ষ তাদের রানের চাকা সচল রেখে বাংলাদেশ দলের বোলারদের নাস্তাবুদ করেন। ভারতের ২য় উইকেটের পতন হয় দলীয় ১৮০ রানের মাথায়। এসময় পুজারা ১৭৭ বলে ৮৩ রান  করে মেহেদী হাসান মিরাজের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বিজয় আর পুজারা ১৭৮ রানের জুটি করেন। দলীয় ৩২৪ রানের মাথায় ১৬০ বলে ১০৮ রান করে তাইজুলের বলে আউট হন পুজারা

Koholi

দিনশেষে বিরাট কোহলী ১৪১ বলে ১১১ রান  আর রাহানী ৬০ বলে  ৪৫ রান করে আনবিটেন আছেন। আর তখন ভারতের দলীয় রান ৩৫৬/৩(৯০ ওভার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *