রাজধানীর মৎস্য ভবন মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আজ সকাল ১১টায় রাজধানীর মৎস্য ভবন মোড়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতা-কর্মীরা মৎস্য ভবন মোড়ে ব্যারিকেড দিলে। এ ঘটনায় পুলিশ টিয়ার শেল ছুড়ে ব্যারিকেডকারীদের হটিয়ে দেয়। এসময় মৎস্য ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে।
আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বকশিবাজারের বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা ছিল। সে কারনে বিএনপির নেতা-কর্মীরা সকাল ১১টার দিকে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎসভবন মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নিলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা মৎস্যভবন মোড়ে রাস্তায় ব্যারিকেড দেয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানঝটের সৃষ্টি হয় এবং এসময় পুলিশ টিয়ার শেল ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় । বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছুড়ে। তবে আজ খালেদা জিয়া আদালতে যাননি।
অফিস সময়ে মৎস্য ভবন মোড়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির কারণেই তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়া হয়েছে বলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান।