এ মর্মান্তিক দুর্ঘটনা্টি ঘটে আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায়। তার নাম সাকিবুল ইসলাম। সে বনানী বিদ্যানিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। ক্যান্টনমেন্ট এলাকার শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে তার পরীক্ষা কেন্দ্র ছিল।

ফাইল ফটো
আজ সকালে দক্ষিণ বাড্ডার বাসা থেকে বিনিময় পরিবহনের বাসে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সে। তার মা ফরিদা ইয়াসমিনও ছিলেন সাকিবুলের সাথে। আমতলী এলাকায় চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে থাকা অবস্থায় একটি ল্যাম্পপোস্টের সঙ্গে বাড়ি খেয়ে মাথায় গুরুতর আঘাত পায় সাকিবুল। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিবুলের বাবা জাহাঙ্গীর আলম দক্ষিণ বাডডায় ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে সাকিবুল ছিল ছোট।