কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ২০

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৫ জন। আজ মঙ্গলবার এ বোমা হামলার ঘটনাটি ঘটে কাবুলে অবস্থিত সেদেশের সুপ্রিম কোর্টের সামনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট চত্বরের পার্কিং এলাকায় এই বিস্ফোরণ ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের কর্মীরাই ছিলেন এই হামলার আসল লক্ষ্য। উল্লেখ্য জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১৬ সালে জঙ্গি হামলায় আফগানিস্তানে ৩,৪৯৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।