‌আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তুষা্রধসে ১০০ জনের মৃত্যু

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে টানা ৩ দিনের তুষারধসে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর বরফের নিচে সম্পূর্নভাবে চাপা পড়ে আছে আফগানিস্তানের বার্গমাটাল জেলার দুটো গ্রাম।

পাকিস্তান সীমান্ত সংলগ্ন উত্তর–পূর্ব আফগানিস্তানের নুরিস্তানের একটি গ্রামেই মারা গেলেন ৪৫ জন। উত্তর, মধ্য আফগানিস্তানে মৃত ৫৪ জন। ৪ ফুট বরফের নিচে চাপা পড়েছে উত্তর–পশ্চিম পাকিস্তান। পাকিস্তানে মৃতের সংখ্যা ১৩ জন। তার মধ্যে চিত্রাল শহরেই মারা গেছেন ৯ জন।

ফাইল ফটো

ফাইল ফটো

তুষারধসে উত্তর–মধ্য আফগানিস্তানের অন্তত ১৬৮টি বাড়ি ভেঙে পড়েছে। মারা গেছে কয়েক শো গবাদি পশু। উদ্ধারকারী সেনারা কাবুল–কান্দাহার জাতীয় সড়কে বরফের নিচে আটক ২৫০টি গাড়ি উদ্ধার করেছেন । ২ জন চালক গাড়িতে আটকে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কাবুলেও বেশ কয়েকবার তুষারধস নেমেছে। কাবুল সংলগ্ন বাদাখশান পার্বত্য এলাকায় চলছে তুষারঝড়। আর সেখানে মারা গেছেন ১৮ জন। ৭ ফুট পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে কাবুলের উত্তরে সালাং পাস।

Afgunistan1

তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হচ্ছে। তাই আগামী কয়েক ঘণ্টায় আরও তুষারপাত হবে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর। প্রশাসন সেখানে সতর্কতা জারি করেছে। স্কুল, কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে । এমনিতেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট পরিকাঠামো নেই গরিব দেশ আফগানিস্তানের। তার মধ্যে টানা তুষারপাতের কারণে বহু রাস্তা বন্ধ হওয়ার ফলে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। কাবুল বিমানবন্দরের রানওয়েতে বরফ পড়ে থাকায় বিমান উঠা নামা বন্ধ রয়েছে।  উল্লেখ্য উত্তর আফগানিস্তানের জাওজান প্রদেশে ঠান্ডা এবং তুষারধসে গত মাসে ২৭টি শিশু মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *