মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী জেলে নিহত
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নাফ নদীতে একজন বাংলাদেশী জেলে নিহত হয়েছে। ঐ ঘটনায় আরো একজন জেলে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় আজ খুব ভোরে তিনজন জেলে একটি ট্রলারে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার পর বিজিপির একটি টহল নৌকা থেকে তাদের ওপর গুলি করা হয়। আর এ ঘটনায় ২৪ বছর বয়সী জেলে নুরুল আমিন আহত হয়ে পরে মারা যায়।
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বিজিবিকে জানিয়েছে ঐ নৌকাটিকে থামতে বলার পরও না থামায় মাদক চোরাচালানকারী সন্দেহে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। তবে সন্দেহভাজন চোরাচালানকারীদের গুলিবর্ষণ না করে গ্রেপ্তার করার নিয়ম রয়েছে দুই দেশের চুক্তি অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে এটি মানা হয়নি বলে বিজিবি জানাচ্ছে। আর এর প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে বিজিপিকে একটি প্রতিবাদ লিপি পাঠানোর কথা রয়েছে।