নতুন সিইসি হিসেবে আলী ইমাম মজুমদার ও কে এম নুরুল হুদার নাম প্রস্তাব করা হয়েছে
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নতুন সিইসি হিসেবে সার্চ কমিটি আলী ইমাম মজুমদার ও কে এম নুরুল হুদার নাম প্রস্তাব করেছে বলে জানা যায়। এ দু জনের একজন প্রধান নির্বাচন কমিশনার হতে পারেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসাবে ১০ জনের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি।তবে বাকী আটজনের নাম এখনো জানা যায়নি।
সোমবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি প্রায় দুই ঘণ্টা বৈঠক করে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে দশজনের নাম চূড়ান্ত করে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানিয়েছেন সব প্রক্রিয়া শেষে নির্ধারিত ৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি হবে।