চীনের রকেট ফোর্স-নিশানায় আমেরিকা,জাপান, ভারত
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রকেট ফোর্স গঠন করে একযোগে ভারত, আমেরিকা ও জাপানকে চাপে রাখতে চাচ্ছে চীন৷ বেজিং অন্তত ১০০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ডিএফ-১৬ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল৷
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাধারনত চিনের পিপলস লিবারেশন আর্মি, আধুনিক অস্ত্রশস্ত্রকে গোটা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখাই পছন্দ করে। তারাই এবার একটি ভিডিও রিলিজ করে ফলাও করে সামরিক দক্ষতার কথা ঘোষণা করেছে৷ সেনাবাহিনীর ভান্ডারে যত আধুনিক ক্ষেপণাস্ত্র আছে তা নিয়ে একটি সম্পূর্ণ নতুন বাহিনী তৈরি করেছে চীন। আর এর নাম দেওয়া হয়েছে রকেট ফোর্স৷
চীনা বাহিনীর ঐ ভিডিওতে দেখা যায়, একাধিক লঞ্চ ভেহিক্যাল ওই ব্যালিস্টিক মিসাইলগুলিকে বহন করে নিয়ে যাচ্ছে৷ আর সাথে আছে ওই বিশেষ রকেট ফোর্স৷ মনে হচ্ছে যে কোনও মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রযুক্তিতে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে বেজিং৷ আশঙ্কার বিষয় হল, ওই বাহিনী শুধু পরমাণু নয়, সঙ্গে রাসায়নিক অস্ত্রও বহন করছে৷ বেজিং সাফল্যের সঙ্গে অন্তত দু’টি নতুন ধরনের ডিএফ-১৬ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে৷ এই মিসাইলগুলি জাপান, আমেরিকা ও ভারতের ক্রমাগত আগ্রাসনের জবাব দিতেই বানানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে৷
এর আগে এই মিসাইল কখনও প্রকাশ্যে আনেনি চীনের পিপলস লিবারেশন আর্মি৷ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ ও তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের নতুন করে হৃদ্যতা তৈরি হওয়ায় পেক্ষিতেই এটিকে সামনে নিয়ে এসেছে বেজিং৷ চীন ভারতের সঙ্গে জাপানের যৌথ সামরিক অভিযানও মেনে নিতে পারছে না বলে মনে হচ্ছে৷ বেজিং একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে রুশ সীমান্তেও৷ আর রুশ মিডিয়ার মতে ওই ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে ওয়াশিংটন৷
সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দ্রুতই ট্রাম্পের সঙ্গে চীন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে৷ সেক্ষেত্রে প্রশান্ত মহাসাগর অঞ্চলে অভূতপূর্ব সামরিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে৷ আর সত্যি সত্যি যুদ্ধ বেধে গেলে ক্ষয়ক্ষতির দিক থেকে এই যুদ্ধ অতীতের দুটি বিশ্বযুদ্ধ থেকে বহু গুণে ভংকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷খবরঃআজকাল