খালেদা জিয়া আজ রাতে স্থায়ী কমিটির জরুরী বৈঠক ডেকেছেন
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার রাত ৯টায়। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন। বিএনপির প্রত্যাশিত কমিশন নাহলে দলীয় করনীয় ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।