৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে Gmail!

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
Gmail ব্যবহার করেন? ৮ ফেব্রুয়ারির পর হয়তো আর করতে পারবেন না৷ গুগলের তরফ থেকে তেমনটাই নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হল৷
Gmail ছাড়া বর্তমান প্রজন্ম একপ্রকার অচল৷ আর তাই এই ই-মেলিং পরিষেবা বন্ধ হওয়ার খবরে মাথায় হাত পড়েছে এই পরিষেবা ব্যবহারকারীদের৷ তবে Gmail পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না৷ গুগল জানিয়েছে, যাঁরা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনও উইনডোজ এক্সপি (Windows XP) অথবা উইনডোজ ভিসতা (Windows Vista) ব্যবহার করেন, তাঁরা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে Gmail অ্যাকাউন্ট খুলতে পারবেন না৷ কারণ আগামী বুধবার থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে Gmail আর কাজ করবে না৷ তাই গুগলের পরামর্শ দেওয়া হয়েছে, এখনও যাঁরা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, Gmail পরিষেবা পেতে তাঁরা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন৷
উইন্ডোজ এক্সপি ও ভিসতা এ দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে৷ তাই গুগল নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে৷ ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে Gmail-এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা৷ গুগল আরও জানিয়ে দিল, চলতি বছর এই দুই ভার্সনে Gmail পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো HTML ভার্সনে৷ তাছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও Gmail অ্যাকাউন্ট চলবে৷ তবে তা যে বেশ ঝুঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল৷ তাই গুগলের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব, নিজের ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ আপগ্রেড করে নিন নির্ধারিত তারিখের আগেই৷