সাত খুন মামলার পলাতক ফাঁসির আসামি মাগুরা থেকে গ্রেফতার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার ফাঁসিরদণ্ডাদেশ পাওয়া আসামী সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা থেকে গ্রেফতার করেছে। তার বাড়ী মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ শালিখা ও সদর থানা পুলিশের যৌথ একটি দল এনামুলকে সকাল ১০টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে (৪০) গ্রেফতার করে। আর বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তারিক।
এনামুল কবিরকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুনের আদালতে হাজির করলে তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আর এনামুল কবির সেই মামলারই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী।