বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক-সৌমেন সেনগুপ্ত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেছেন, বাবার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। আমি বাবার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করে যাব তাঁরই নির্দেশে। তিনি রাজধানীর জিগাতলায় নিজ বাসায় আজ রবিবার সাংবাদিকদের এসব কথা বলেন।

সৌমেন বলেন, রাজনৈতিকভাবেই হউক আর পারিবারিকভাবেই হোক আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী। অনেকদিন থেকে সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ ছিলেন । বৃহস্পতিবার শারিরিক অবস্থা খারাপের দিকে গেলে শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে সিসিউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা আজ রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।