পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় হাতির আক্রমনে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় গত কয়েকদিন যাবৎ এক এলাকা থেকে আরেক এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে বন্য হাতি। ইতিমধ্যে এই হাতির আক্রমনে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। কোন অবস্থাতেই হাতিকে বসে আনা যাচ্ছে না।
গত ৭দিন যাবৎ তিনটি হাতির একটি পাল বর্ধমান জেলার দূ্র্গাপুরে এ প্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াচ্ছে। শত চেষ্টা করেও তারা হাতিটিকে এলাকা ছাড়া করতে পারছেনা। হুলাপার্টি থেকে ঘুমপাড়ানি গুলি-কিছুই কিছু না গজরাজের সামনে। বনদফতরের কর্মীরা সারারাত চেষ্টা করেও হাতিটিকে আটকাতে পারে নাই। বর্ধমান, নদিয়া ও বাঁকুড়া থেকে হুলাপার্টি এনেও তাকে এলাকাছাড়া করা যায়নি। সন্ধ্যার পর হুলাপার্টির সদস্যরা বহু চেষ্টা করেছিল হাতিটিকে ২ নম্বর জাতীয় সড়কের ওপারে নিয়ে যাওয়ার। ঘুমপাড়ানি গুলি করেও কোনও কাজ হয়নি। এলাকায় আতংক বিরাজ করছে।
হাতিটিকে ধরার জন্য ইতিমধ্যেই কলিকাতা থেকে বিশেষজ্ঞ দল এসে দূ্র্গাপুরে অবস্থান করছেন। গত ২৩ জানুয়ারি তিনটি হাতির একটি দল বর্ধমানে ঢুকে পড়ে। বীরভূম, দুমকা ঘুরে দুর্গাপুরে ঢুকে দস্যিপনা শুরু করে হাতিরপাল।