প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে এসএসসি পরিক্ষার্থীদের কথা বিবেচনা করে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন। রবিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সকাল ১০টার পরিবর্তে অনুষ্ঠানটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
Sheikh Hasina
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে  অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন যাতে করে পরীক্ষার্থীরা যথা সময়ে পরীক্ষার হলে ঢুকে যথা সময়ে পরীক্ষা দিতে পারে। প্রধানমন্ত্রী পরীক্ষার সময় তার অন্যান্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.