মোহাম্মদপুরে জামায়াতের ২৮ নারী সদস্য আটক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীর মোহাম্মদপুরের এক বাড়ি থেকে জামায়াতের ২৮ জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ অভিযোগ করেছে এরা সরকার উৎখাতের পরিকল্পনা করছিল বলে।

Jamat e islam

বৃহস্পতিবার এদের আটক করা হয় মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ি থেকে। আর পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় শুক্রবার।

তাজমহল রোডের একটি বাড়িতে এই জামায়াত কর্মীরা জড়ো হয়েছিলেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। ঐ বাড়ীর বাসিন্দা শাহনাজ বেগম নিজেও জামায়াতে ইসলামীর থানা পর্যায়ের নেতা বলে জানা যায়। আর গ্রেফতারকৃত মহিলা সদস্যরাও জামায়াতে ইসলামীর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী।

ইতিপূর্বে এক সাথে জামায়াতের এত নারী সদস্যের আটক হওয়ার ঘটনা কখনো শোনা যায়নি। পুলিশ আটককৃতদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ তাদের সকলের বিরুদ্ধে নাশকতা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *