প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭ উদ্ভোদন করলেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার অমর একুশে গ্রন্থমেলা ও ৪ দিন ব্যপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্ভোদন করেন। উদ্ভোদনী অনুষ্টানে দেশ বরেন্য কবি-সাহিত্যিক,বুদ্ধিজীবী,বিশিষ্টব্যক্তিবর্গ ও বিদেশী কবি-সাহিত্যিক ও বিদেশী আমন্ত্রিত অন্থিতিরা উপস্থিত ছিলেন।

Book fair

উদ্ভোদন শেষে প্রধানমন্ত্রী কবিতায়,কথাসাহিত্যে,প্রবন্ধে,মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে,আত্বজীবনী ও স্মৃতিকথা বিষয়ক রচনা,শিশু সাহিত্যে ও অনুবাদে ‘বাংলা একাডেমী পুরস্কার ২০১৬’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

Prize

 

 

 

 

 

প্রধানমন্ত্রী সকলকে বই পড়ার জন্য বলেন। বেশী বেশী বই পড়লে তরুন সমাজ বিপথগামী হওয়ার সম্ভাবনা কমে যাবে। বই পড়ার মাধ্যেমে প্রকৃ্ত জ্ঞান অর্জন করা যাবে। উদ্ভোদনী অনুষ্টান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Gathering

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, ছাত্রলীগ, সাধারন মানুষ ও দলীয় নেতা কর্মীরা বাংলা একাডেমীর রাস্তার দুই পাশে লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। এ সময় তারা নানাবিধ স্লোগান দেয়।

Girls line

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মেলার গেট সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক মানুষ মেলায় সমাগম হয়।

A stall ordering books

মেলায় একটি স্টলে বই সাজাতে ব্যস্ত

Progati publisher

বই দেখতে ও কিনতে ব্যস্ত

Leave a Reply

Your email address will not be published.