আত্মপক্ষ সমর্থনে আদালতে আছেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সকাল ১১ টার কিছু পরে তিনি আদালত পৌঁছেন। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

ফাইল ফটো
মামলা দুইটির বিচারকাজ চলছে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত ঢাকার তিন নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতে। এই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। আজ জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। অপরদিকে খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য রয়েছে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায়।
গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায়। তিনি নিজেকে সম্পূন্নভাবে নির্দোষ দাবি করেন আত্মপক্ষ শুনানিতে। এরপর তার স্বপক্ষে আদালতে একটি লিখিত বক্তব্য দেন তিনি। ওইদিন তার বক্তব্য শেষ হয়নি। আজ খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেওয়ার কথা রেয়েছে। উল্লেখ্য গত ২৬ জানুয়ারি আদালত অরফানেজ ট্রাষ্ট মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।