ট্রাম্পের প্রতি থেরেসা মে’র ‘নমনীয়’ প্রতিক্রিয়ায় ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় : টিউলিপ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ব্রিটেনের এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী ও উদ্বাস্তু নীতি নিয়ে থেরেসা মে-র ‘নমনীয়’ প্রতিক্রিয়া ব্রিটেনে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের ভোট দেয়ার অধিকারকে ঝুঁকিতে ফেলবে এবং ব্রিটেন সম্পর্কে মুসলিম সম্প্রদায়টির দীর্ঘদিনের মনোভাবকেও ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেছেন।
টিউলিপ সিদ্দিক জানান, তিনি ট্রাম্পের অভিবাসী ও উদ্বাস্তু নীতি নিয়ে থেরেসা মে’র সমালোচনা করতে ব্যর্থ হওয়ায় উদ্বিগ্ন। এই ব্যর্থতা মুসলিমদের রাস্তায় নামতে বাধ্য করবে, যা সম্প্রদায়গুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক নষ্ট করবে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার থেরেসা মে-কে টিউলিপসহ আরো অনেক এমপি সতর্ক করে বলেন, আমরা (যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বাস্তবতার দিকে ‘শূন্যদৃষ্টি’ নিয়ে তাকিয়ে থেকে ভবিষ্যতে এক ঝাঁক তরুণ ব্রিটিশ মুসলিমের আস্থা হারাব।