আগামীকাল বৃহস্পতিবার সার্চ কমিটি বৈঠকে বসবে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী করনীয় ঠিক করতে সার্চ কমিটি বৈঠকে বসবে। সার্চ কমিটি বুধবার বেলা ১১টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফা বৈঠকে বসে। আজ তারা চার বিশিষ্ট নাগরিকের মতামত নিয়েছেন।
বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির মতবিনিময়ের পর মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত চার বিশিষ্ট ব্যক্তিরা হলেন, সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
উল্লে্খ্য সার্চ কমিটি এর আগে গতকাল মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই বাছাই করে ২০ জনের একটি খসড়া সর্ট লিস্ট তৈরী করে।