সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ নাম দিয়েছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটিকে নামের তালিকা জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে তালিকা জমা দেন।
 Awamileague1
জনাব গোলাপ বলেন, নাম দেয়া উপলক্ষে সোমবার দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্টিত হয়। এ বৈঠকে সভাপতি উপস্থিত সবাইকে ৫টি করে নাম জমা দেওয়ার জন্য বলেন। তারপর সেই নামের ভেতর থেকে ৫ জনের নাম বাছাই করার পর দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে খামে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়া হয়। আমি সেই খামটি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে জমা দিয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাম বাছাইয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, যোগ্যতা, সততা ও মুক্তিযুদ্ধের চেতনাকে  গুরুত্ব দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.