সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বনানী শাখার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্টিত

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আজ মঙ্গলবার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বনানী শাখার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা স্কুলের সামনে অবস্থিত মাঠে অনুষ্টিত হয়। সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল হামিদা আলীসহ অত্র প্রতিষ্টানের সবকটি শাখার প্রিন্সিপালগন এ অনুষ্টানে উপস্থিত ছিলেন। আর প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্টানের পরিচালনা পরিষদের সদস্য জনাবা মনিমুন নাহার।

South point1

ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও অভিবাবকদের জন্যও ইভেন্ট ছিল। পুরুষ শিক্ষক ও অভিবাবকদের জন্য ছিল দূর থেকে গোলপোষ্টে গোল করার প্রতিযোগিতা। এ খেলাটি বেশ জমে উঠেছিল। অপরদিকে নারী শিক্ষক ও অভিবাবকদের জন্য ছিল যথাক্রমে বালিশ খেলা ও মুখে চামচ নিয়ে তার মাথায় মার্বেল রেখে লক্ষ্যে পৌছার খেলা। মাঠে প্রচুর চাত্র,শিক্ষক,অভিবাবক ও দর্শক উপস্থিত ছিল।

Prize receiving2

যেমন খুশি তেমন সাজে ছাত্রছাত্রীরা সবার মন জয় করে নেয়। কেউ সেজেছে শেখ মজিবর রহমান আবার কেউবা শেখ হাসিনা। আবার কেউবা দূষনযুক্ত বুড়িগঙ্গা সাজে সেজেছে। একটি ছোট ছেলে আবার ডাক্তার সেজেছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

 

 

Leave a Reply

Your email address will not be published.