চলতি বছর হজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৩ লাখ ১৯ হাজার টাকা

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আজ মন্ত্রিসভা চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ-২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে। হজ পালনে এবার প্যাকেজ-১ অনুযায়ী তিন লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ অনুযায়ী তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।
Haji
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ অনুমোদনের কথা জানান। এবার গত হজের তুলনায় প্যাকেজ-১ -এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা। আর প্যাকেজ-২ -এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা। সর্বনিম্ন তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা এবার বাংলাদেশীদের জন্য হজ পালনে ব্যয় হবে।
মন্ত্রিসভা সেই সাথে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)’ অনুমোদন দিয়েছে। এ বছর
চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য গত ১৫ জানুয়ারি থেকে এবছর সরকারিভাবে হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *