কানাডার কুইবেক সিটিতে এক মসজিদে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, দুইজন আটক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

Quibek Islamic centre

রোববার রাতে বন্দুকধারীরা কুইবেক ইসলামিক সেন্টারের ওই মসজিদের ভেতরে হামলা চালায়। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে অন্তত তিনজন বন্দুকধারী প্রবেশ করেছিল। এখন পর্যন্ত গুলিতে কত লোক আহত হয়েছেন, তা  জানা যায়নি। এ ঘটনার পর পুলিশ মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। অনেক জরুরি যান ইসলামিক সেন্টারের সামনে রাখা হয়েছে।

Gift box

উল্লেখ্য গত বছর জুন মাসে ইসলামিক সেন্টারের এই মসজিটিতে একটি উপহার বক্স আসে। ঐ বক্সে শুকরের মাথা ভরা ছিল। একটি ছোট নোটও ছিল যেখানে লেখা “খাবার উপভোগ করো”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *