ইমরান খান চান ট্রাম্প পাকিস্তানীদের ভিসা বাতিল করুক

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন মুসলিমপ্রধান দেশগুলির শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে৷ হোয়াইট হাউসের উপরমহলে জোর খবর, নয়া মার্কিন অভিবাসননীতির আওতায় পড়তে পারে পাকিস্তানও৷ আর এ সময় সারা বিশ্ব যখন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, তখন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদ ইমরান খান ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ ইমরান চান, শুধু শরণার্থীদের উপর নিষেধাজ্ঞাই নয় পাকিস্তানের বাসিন্দাদের মার্কিন ভিসা দেওয়াও বন্ধ করে দিক ট্রাম্প৷

Trump-Imran-Pak_Visa

নিজের স্বপক্ষে তেহরিক-ই-ইনসাফ প্রধানের দাবি, শিক্ষিত হলেই পাক যুবকদের মধ্যে দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়। আর বেশিরভাগ শিক্ষিত পাক বাসিন্দাই বাইরের দেশে বাস করেন৷ ভিসা নিষিদ্ধ হলে তাঁরা দেশে ফিরে আসতে বাধ্য হবেন৷ পাকিস্তানের অগগ্রতি হবে তাঁদের শিক্ষা ও বুদ্ধিমত্তার জোরে৷ পাকিস্তান এগিয়ে যাবে সামনের দিকে।

ইমরান খান এই বিষয় নিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে খোঁচা মারতেও ছাড়েননি৷ নওয়াজ শরীফ সম্প্রতি নিজের চিকিৎসা করতে বিদেশে গিয়েছিলেন৷ সেই প্রসঙ্গ ধরে ইমরান বলেন, আমেরিকা ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করলে প্রধানমন্ত্রীকে আর চিকিৎসার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হবে না৷ তখন তাঁকে বাধ্য হয়েই নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *