রাশিয়ার সঙ্গে সম্পর্ক পরিবর্তনের নিশ্চয়তা নেই: ট্রাম্প

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা, তা বলতে পারছেন না। তবে তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান।

ধারণা করা হচ্ছে দুই দেশের নেতা প্রথমবারের মতো টেলি আলাপে পারস্পরিক সম্পর্ক আর জাতীয় নিরাপত্তার মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলছেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি। আমরা সব দেশের সাথেই চমৎকার সম্পর্ক চাই যদিও অনেক দেশের সাথে সেটা সম্ভব হবে না।

Trump Putin1

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। আর রাশিয়া, চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও যদি তেমন সম্পর্ক হয়, তা খুবই ভালো হবে বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাজ্যের সঙ্গে গভীর সম্পর্ক অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *