নিজের জীবন দিয়ে শিশুটিকে বাচালেন রেলকর্মী, রেখে গেলেন এক ইতিহাস

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

গতকাল শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর কুড়িল বিশ্বরোডে। এক মহিলা তার শিশুটিকে নিয়ে রেললাইন পাড় হচ্ছিলেন। এমন সময় একটি ট্রেন বিমান বন্দর থেকে ক্যাণ্টনমেন্ট স্টেশনের দিকে আসতেছিল। মহিলা ও তার শিশু ট্রেন আসতেছে তা বুঝতে পারেনি। শেষ পর্যন্ত টের পেয়ে মহিলা কোন রকমে পাড় হতে পারলেও একই সময়ে শিশুটি রেল লাইনের উপরেই ছিল। কাছেই রেলের এক কর্মী রেল মেরামতের কাজ করছিল। তিনি দৌড়ে এসে শিশুটিকে সরাতে পারলেও নিজে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Train

 

এ ঘটনায় সেখানে উপস্থিত সকলেই হচকিত হতবাক হয়ে গেলেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বাদল। তিনি বাংলাদেশ রেলওয়ের কর্মী। তিনি নিজের জীবন বিপন্ন করে বাচালেন শিশুটিকে। তিনি মরেও অক্ষয় হইয়ে থাকবেন সকলের মাঝে। এমন দৃষ্টান্ত খুবই বিরল। তিনি থাকবেন ইতিহাস হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *