বিশ্বের বিস্ময় শেখ হাসিনা
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
দুইদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন টংগীপাড়া আছেন। তিনি এমন নেত্রী যিনি প্রতিনিয়ত জীবনের সর্বক্ষেত্রে এমন কিছু কাজ বা আচার-ব্যবহার করছেন যার মধ্যে রয়েছে একেবারে অতি সাধারন মানুষের মত সরলতা। সাধারন মানুষের মত করে তিনি কখনোবা মিশে যান মানুষের সাথে আবার কখনোবা মিশে যান প্রকৃ্তির সাথে।
গতকাল বৃহস্পতিবার তিনি তার কয়েকজন নিকট আত্নীয় নিয়ে টংগীপাড়া এসেছেন। তাদের নিয়ে অতি সাধারন মানুষের মত ঘুরে বেড়াচ্ছেন তার পৈ্ত্রিক এলাকার নানা স্থানে। কেউ কি কল্পনা করতে পারেন তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন রিকসা ভ্যনে করে। এ এক বিরল দৃষ্টান্ত। অতি খোলা এবং বড় মনের মানুষ না হলে এটি করা সম্ভব না। আমাদের কাজে, আমাদের পথে, আমাদের মত করে মিশে আছেন আমাদের মাঝে। আর দেশবাসীও এমন নেতাই চায়। আর তাই তিনি বিশ্বের বিস্ময় শেখ হাসিনা।