হরতাল দিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির তামাশা চলছে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে জনগনের সারা মেলেনি। অনেকের মতে এই হরতাল দেশ বিরোধী, তাই সারা মেলেনি। এই হরতাল মুষ্টিমেয় কয়েকজন লোকের মতামত সমগ্র জাতির ওপর চাপিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা বলেও অনেকে মনে করেন।

Mohakhali

সকাল ১১টায় মহাখালী ফ্লাইওভারের সামনে

ঢাকা সহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় কোথাও এ হরতালের কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। অনেক জাগায় নিত্যদিনের মত যানঝট লক্ষ করা গেছে। দোকানপাট, মার্কেট, বিপনি বিতানসহ সবই স্বাভাবিক গতিতে চলছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা অন্যান্যদিনের মত আজও খুলেছে এবং যথারীতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেকের মতে আজকের এ হরতাল জামানত হারিয়েছে।

mohakhali2

সকাল ১১টায় মহাখালী ফ্লাইওভারের নিচের রাস্তা

অনেকে আবার মনে করছেন ভবিষ্যতে হয়ত আর এমন বিলাসী হরতাল আর কেউ দিবে না। জাতির অগ্রগতির স্বার্থে এসব পরিহার করা উচিত। সুন্দরবন নিয়ে অনেকের আমদানী করা এ মায়াকান্না হালে পানি পাবে না বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *