ভারতের কাশ্মীরে তুষারধসে ১০ সেনা নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের সাধারণতন্ত্র দিবসে তুষারধসের কবলে পড়ে ভারতীয় ১০ সেনার করুন মৃত্যু হয়েছে। সাধারণতন্ত্র দিবসে সকালে জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টরে বিএসএফ-এর একটি ছাউনির উপর নেমে এল তুষারধস। সেই ধসে সম্পূর্ণ চাপা পড়ে যায় সেনার একটি ক্যাম্প। আর সেনাবাহিনী সূত্রে বলা হয় এই ঘটনায় মৃত্যু হয়েছে দশজনের । এদের মধ্যে পাঁচজন সেনা জওয়ান ও চারজন সাধারন নাগরিক। উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে গিয়েছে৷ চলছে উদ্ধারকার্য৷ সেনা সূত্রের খবরে জানা যায় এখনো বেশ কয়েকজন সেনা জওয়ান বরফের নিচে চাপা পড়ে আছেন। তবে উদ্ধার করা হয়েছে চাপা পড়া চার জওয়ানকে। গতকাল জম্মু-কাশ্মীরের সোনমার্গে ভারী তুষারপাতের জেরে নেমে এসেছিল এ ধস৷
গত সোমবার থেকেই কাশ্মীরের পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছিল। কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত বরফ পড়ছিল। এই অবস্থায় প্রহরায় থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা বেশ কঠিন অবস্থায় পড়েছিলেন। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতির তোয়াক্কা না করে সদাজাগ্রত প্রহরীর ভূমিকা পালন করে চলেছিলেন তাঁরা।
তাঁদের সুবিধার জন্য কেন্দ্রের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছিল। ক্রমাগত তাঁদের জন্য পাঠানো হচ্ছিল কেরোসিন, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। যদিও এতেই সব সমস্যার সমাধান মিলছিল না৷ কিন্তু জওয়ানরাও দমে যাওয়ার পাত্র নয়। নিজেদের দায়িত্ব থেকে তাঁরা এতটুকুও সরে আসেননি। তুষারপাত অগ্রাহ্য করেই কর্তব্যে অবিচল ছিলেন। কিন্তু শেষপর্যন্ত বুধবার অবস্থা খুবই কঠিন হয়ে পড়লে করুন মৃত্যুবরন করতে হয় তাদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরঃ সংবাদ প্রতিদিন