ড. মুহাম্মদ ইউনূস ‌‘অবৈধ কর সুবিধা’ নিয়েছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে- অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ‌‘অবৈধ কর সুবিধা’ নিয়েছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন ড. মুহম্মদ ইউনূসের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। সরকারের কাছে তার সব প্রতিষ্ঠানের তথ্য নাই। আর ইউনুস এসব প্রতিষ্ঠানের নামে করসহ বিভিন্ন সুবিধা নিচ্ছেন। এসব অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করছি। আর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে।
 Mohit2
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ এ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *