খাদিজা এখন ভাল আছেন, হাঁটাচলাও করেন

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম খাদিজাকে উন্মত্তের মতো কুপিয়েছিল। আর তখন দূর থেকে অনেকে সেটির ভিডিও করেছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি সেদিন। তারপর থেকে খাদিজা দীর্ঘদিন যাবৎ ঢাকার স্কয়ার হাসপাতালে ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সাভারের সি আর পিতে চলছে তার পুনর্বাসন। খাদিজা এখন এদিক সেদিক বেড়াতেও যাচ্ছেন।

বর্তমান ছবি
ডাক্তার আর ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া আর কারো সাথে কথা বলতে চান না খাদিজা। সিআরপিতে খাদিজার ভাই তার সার্বক্ষণিক সঙ্গী হিসাবে আছেন। খাদিজা এখন খাওয়া দাওয়া, চলাফেরা করতে পারেন। তবে বেশীরভাগ সময়ই তার কাটে থেরাপী কক্ষে অথবা বিছানায়। আগামী ২৬শে ফেব্রুয়ারী সিলেটের আদালতে তার মামলার সাক্ষী দেবার কথা রয়েছে।

বর্তমান ছবি
সি আর পিতে তার কতদিন থাকতে হবে তা অনিশ্চিত। তবে সুস্থ্য হয়ে খাদিজা আবার লেখাপড়ায় ফিরে যেতে চান বলে জানিয়েছেন।