আইএস প্রধান বাগদাদি গুরুতর জখম
অনলাইন ডেস্কঃবিডি খবর৩৬৫ ডটকম
আইএস প্রধান আবু বকর আল বাগদাদি মার্কিন বিমান হামলায় গুরুতর জখম হয়েছেন বলে শুনা যাচ্ছে। একটি সংবাদ পত্র দাবী করছে ইরাকের আল বা’জ জেলায় ড্রোন হামলায় জখম হয়েছেন তিনি। কিন্তু অন্য একটি সংবাদ মাধ্যমে বলা হয় যে উত্তর ইরাকে আমেরিকা যে লাগাতার বিমান হামলা চালিয়েছিল তাতেই জখম হয়েছে বাগদাদি।
তবে জঙ্গি গোষ্ঠী আইএস এখনও কিছুই স্বীকার করেনি। গত জুন মাসেও বাগদাদির গুরুতর জখম হওয়ার খবর শোনা গিয়েছিল। সে সময়ও আইএস নিশ্চিত করে কিছু বলেনি। আর ডিসেম্বরে পেন্টাগন ঘোষণা করে যে বাগদাদি এখনও জীবিত আছে। তখন তার মাথার দাম ১ কোটি ডলার থেকে বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়। খবরঃ আজকাল