ফেসবুকে ‘লাইভ’ সুইডেনের গণধর্ষণ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সুইডেনে বন্দুক দেখিয়ে তরুণীকে গণধর্ষণ ভিডিও ফেসবুকের একটি গ্রুপে লাইফ করেছেন তিন অভিযুক্ত। আর এই পৈচাশিক  ঘটনাটি গ্রুপের এক সদস্যের চোখে পড়লে তিনি সঙ্গে সঙ্গে জোসফ্রিন লুন্ডগ্রেন (‌২১)‌ পুলিসকে খবর দিলে পুলিশ এসে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস স্টকহলমের উত্তরে উপসালার একটি আবাসন থেকে তাদের গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের গ্রেপতারের সময় সেখানে ৩০ বছরের নিগৃহীতাও উপস্থিত ছিলেন। এই অভিযুক্তদের বয়স ১৮, ২০ এবং ২৪ বছর।

Sweeden
অভিযোগকারী তরুণী জানিয়েছেন, ভিডিও তোলার পাশাপাশি অভিযুক্তরা গণধর্ষণের ছবিও তুলেছে। আর সেই ছবি স্ন্যাপ চ্যাট–সহ বিভিন্ন সোশ্যাল সাইটে পোস্ট করেছে। ফেসবুক থেকে ডিলিট করা হলেও ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। তদন্তকারীরা তাই সোশ্যাল সাইট ব্যবহারকারীদের ভিডিওটি ডিলিট করে দেওয়ার আবেদন করেছেন। সুইডেনের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে এক অভিযুক্তের হাতে বন্দুক রয়েছে। তবে অভিযুক্তদের মুখ দেখা যায়নি। আর এ ধর্ষনের ঘটনাটি নিয়ে সোস্যল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *