পঁচিশতম স্ত্রীর করা মামলায় বরগুনার তালতলী থেকে স্বামী গ্রেফতার

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

খুলনা জেলার এক ব্যক্তির একজন স্ত্রী অভিযোগ করেছেন তার স্বামী ৩০টি বিয়ে করেছেন। আর এ অভিযোগকারী স্ত্রীর মামলায় তার স্বামী বরগুনার তালতলী থেকে গ্রেফতার হয়েছেন। কিন্তু স্বামীর বহু বিবাহের জন্য মামলাটি করেননি স্ত্রী শিউলি আক্তার। স্বামী ইয়াসিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে যৌতুক নিরোধ আইনে। আদালত ঐ ব্যক্তিকে জেলে পাঠিয়েছে। তার বাড়ী খুলনার রুপসা এলাকায়।

Barguna

অন্যদিকে শিউলি আক্তার জানান, দু’বছর আগে বিয়ের সময় তিনি কিছুই বুঝতে পারেননি। ঐ ব্যক্তির আগের ঘরের ছেলে মেয়েরা বাসায় বেড়াতে আসত। আবার তাকে যৌতুকের জন্য সে মারধোরও করত। আর সে প্রতিবাদ করতে থাকলে এক পর্যায়ে স্বামী তাকে বাবার বাড়ীতে রেখে যায়।

শিউলি আক্তার নিজেকে ঐ ব্যক্তির ২৫ তম স্ত্রী বলে দাবি করছেন। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে বলে জানান। তিনি আরো বলেন, “সে নিয়মিত নতুন একটা করে বিয়ে করে এটা তার পরিবারও জানতো। আমি নিজেই অন্তত ১৫ জনের খবর যোগাড় করেছি”।

তার ছোট ভাই এসকান্দর ব্যপারী বলেন, আমরা চাই সে ভালো হয়ে যাক। জেল সাজা ভোগ করে কিছু পরিবর্তন হলে ভাল। বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী এক সাথে চারজন স্ত্রী রাখার বিষয়টি বৈধ ব্যাপার। তবে ইয়াসিন আলী এক সঙ্গেই অত জন স্ত্রীর সাথে বিবাহিত ছিলেন কিনা এ বিষয়টি এখনো জানা যায়নি। খবরঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *